এশার নামাজ কয় রাকাত | নামাজের সময়সূচি
এশার নামাজ কয় রাকাত | নামাজের সময়সূচি | ফজরের নামাজের শেষ সময় | এশার নামাজ কয় রাকাত | নামাজের শুরু ও শেষ সময়সূচি | আসরের নামাজের সময়
এশার ফরজ (আবশ্যিক) নামায ৪ রাকাত, যা প্রত্যেক মুসলিম'কেই পড়তে হয়। ফরজ অংশটি ইমামের নেতৃত্বে জামাতের সাথে আদায় করতে হয় তবে একান্তই কোনো অসুবিধা থাকলে নিজে নিজে পড়ে নেয়া যায়। তবে জামাতের সাথে পড়লে সাতাশ গুন বেশি সওয়াব। এর পূর্বে ৪ রাকাত সুন্নাহ নামাজ রয়েছে। 3 রাকাত সালাতুল বিতর |
এশার নামাজ কয় রাকাত
এশার নামাজ নয় রাকাত (0৯ ) চার (৪) রাকাত ফরজ নামাজ ও দুই (২) রাকাত সুন্নত,তিন (৩)রাকাত সালাতুল বেতের ,এশারের নামাজ জামাতের সাথে আদায় করা অতি উত্তম তাই চার রাকাত এশার নামাজ জামাতের সাথে আদায় করুন। দুই রাকাত সুন্নাহ বাসায় পড়া বা আদায় করা অতি উত্তম তাই বাসায় নামাজ পড়ুন । সালাতুল বেতের তিন(৩)রেকাত। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ শেষে, আদায় করা অতি উত্তম তাই, সম্ভব হলে তাহাজ্জুদ নামাজ শেষে তিন (৩) রাকাত সালাতুল বেতের আদায় করুন।
এশার নামাজের সময় শুরু ও শেষ
Asr. আজকের আসরের নামাজের ওয়াক্ত শুরু বিকেল 4:36 মিনিটে এবং আসরের নামাজের ওয়াক্তের শেষ সময় বিকেল 6:24 মিনিট।
এশার নামাজ ৯ রাকাত কি কি
এশার নামাজ নয় রাকাত (0৯ ) চার (৪) রাকাত ফরজ নামাজ ও দুই (২) রাকাত সুন্নত,তিন (৩)রাকাত সালাতুল বেতের |
এশার নামাজের নিয়ম
এশার নামাজের প্রথম চার রাকাত সুন্নতে গায়রে মুয়াক্কাদা পড়ার নিয়ম| প্রথমে ওজু করে পাক-পবিত্র হয়ে, পবিত্র স্থানে দাড়িয়ে কেবলামুখী হয়ে (মুখে উচ্চারণ করে বলবেন বা মনে মনে এই নিয়ত করবেন যে, আমি কেবলামুখী হয়ে এশার চার রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছি, এতটুকুতেই চলবে, আরবিতে বলা জরুরী নয়)।