জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা | মোবারক স্ট্যাটাস বাংলা ২০২৩

জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা,জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা ২০২৩,জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা ২০২২,জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা ২০২৩,জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা

Aug 11, 2024 - 16:29
 0  6
জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা | মোবারক স্ট্যাটাস বাংলা ২০২৩
জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা | মোবারক স্ট্যাটাস বাংলা ২০২৩

জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা ,প্রিয় বন্ধুগণ জুম্মা মোবারক সুন্দর সুন্দর স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করব এবং জুমা মোবারক পোস্টার ডিজাইন শেয়ার করবো যা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।

 

jumma mubarak status

jumma mubarak status


পবিত্র জুম্মার শুভেচ্ছা. যখনই আপনি কাউকে সাহায্য করার অবস্থানে থাকেন,তখনই তা করুন এবং খুশি হন। কারণ আল্লাহ আপনার মাধ্যমে কারো দোয়া কবুল করছেন!



হে আল্লাহ, আমার অস্বাভাবিক ও সামান্য, প্রথম ও শেষ যা প্রকাশ্য এবং যা ঢেকে রাখা হয়েছে তার প্রত্যেকটি ভুল ক্ষমা করুন। জুম্মা মোবারক !

যদি আপনি একটি কঠিন সময়ে, শুধু ধৈর্য ধরুন! আল্লাহ আপনার সমস্যা এমনভাবে সমাধান করবেন যে আপনি জানতেও পারবেন না। শুধু বিশ্বাস করুন এবং প্রার্থনা করুন। আর, এটাই শ্রেষ্ঠ দিন, জুম্মা মোবারক!

হে আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) আমাদের পালনকর্তা! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। জুম্মা মোবারক।

মুসলমান মুসলমানের ভাই। তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেন না, তিনি তার সাথে মিথ্যা বলেন না এবং তিনি তাকে অসুবিধার সময় ব্যর্থ করেন না। জুম্মার মোবারক শুভেচ্ছা!

আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) আমাদেরকে তাদের মধ্যে থাকার তৌফিক দান করুন যারা তাঁর পথে জীবন পরিচালনা করেন এবং যারা সাক্ষ্যের শব্দের সাথে প্রতিটি শ্বাস এবং শেষ পর্যন্ত গ্রহণ করেন। জুম্মা মুবারক!

plp file download

[caption id="" align="aligncenter" width="1200"]plp file download plp file download[/caption]

আপনি যদি নিজের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্টার ডিজাইন করতে চান জুম্মা মোবারক এর জন্য তাহলেএই পোষ্ট টি দেখুন এখানে পিএলসি পোস্টার ডিজাইন শেয়ার করা হয়েছে। Next

 

jumma mubarak

এখানে কিছু ফেসবুক জুম্মা মোবারক স্ট্যাটাস শেয়ার করলাম যা কপি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।

I wish ?

প্রতিটা মুসলমান যেনো কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারে।?

Amin?

? হ্যাপি জুম্মা ডে ?

** শ্বাস নিচ্ছি আলহামদুলিল্লাহ।

ভালো আছি আলহামদুলিল্লাহ

বেঁচে আছি আলহামদুলিল্লাহ।

“জুম্মা মোবারক”

** যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।

আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ তায়ালা পছন্দ করেন। সুবহানাল্লাহ!

“জুম্মা মোবারক”

** শুক্রবার মানেই হচ্ছে

গরিবের হজ্বের দিন।

“জুম্মা মোবারাক”

** বুকে হাজারো কষ্ট নিয়ে

আলহামদুলিল্লাহ বলাটা,

আল্লাহ’র প্রতি

অগাধ বিশ্বাসের নমুনা।

“জুম্মা মোবারক”

কুরআন পড়লে

চোখের জ্যোতি বাড়ে

এবং জ্ঞান বাড়ে।-

[সুবাহানাল্লাহ]

“জুম্মা মোবারক”

নামাজ সব সমস্যার সমধান।

নামাজ সকল রোগের প্রধান ওষুধ।

নামাজ নিজে পড়ুন,

অন্যকে পড়ার জন্য তাগিদ দিন।

নামাজই আপনার আসল ইনকাম।

নামাজ বেহেস্তের চাবি।

“জুম্মা মোবারক”

নিজেকে কখনো

অসুন্দর মনে করবেন না।

কারণ আল্লাহ তায়ালার সৃষ্টি

কখনো অসুন্দর হয় না।

“জুম্মা মোবারক”

Jumma Mubarak Faceook status

শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন।

-শুক্রবার মানে গুনাহ

মাফের আর একটা সুযোগ।

জুম্মা মোবারক”

যে পবিত্র থাকতে চায় ,

তাকে আল্লাহ পবিত্র রাখেন

“জুম্মা মোবারক”

 

আয়াতুল কুরসি।

পড়ে বাড়ি থেকে বের হলে।

৭০ হাজার ফেরেশতা চর্তুদিক

থেকে রক্ষা করে থাকেন।

“জুম্মা মোবারক”

সূরা ফাতিহায় এতই বরকত যে,

তা নাজিল হওয়ার সময়

শয়তানো কেঁদে-ছিলো।

“জুম্মা মোবারক”

মায়ের সাথে উচ্চস্বরে-

কথা বলোনা

-কারন ‘ মা ‘

তোমাকে কথা বলা শিখিয়েছেন।

“জুম্মা মোবারক”

সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ

–যার বেতন হচ্ছে জান্নাত।।

“জুম্মা মোবারক”

এই বরকতময় শুক্রবারের জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।

পবিত্র জুম্মার শুভেচ্ছা।

তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম,

যে তার পরিবার পরিজনের কাছে উত্তম।

-ইবনে মাজাহ

“জুম্মা মোবারক”

দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা

থাকলেও আজানের ধ্বনি কিন্তু একই।

-সুবাহানাল্লাহ

“জুম্মা মোবারক”

তুমি যতো বেশি সততার সাথে কথা বলবে

তত বেশি সম্মানিত হবে।

–হযরত আলী (রাঃ)

“জুম্মা মোবারক”

Jumma Mubarak status dua

তিনটি প্রেমে কোন কষ্ট নাই

আল্লাহর সাথে।

রাসুল (সঃ) এর সাথে।

মা-বাবার সাথে।

“জুম্মা মোবারক”

গান শুনে শুনে ঘুমানো নয়।

আল কুরআন শুনে

ঘুমানো অধিকতর ভালো।

“জুম্মা মোবারক”

বাড়ির কাছে মসজিদে যায় না।

অথচ স্ট্যাটাস দেয় একদিন মক্কায় যাবো।

“জুম্মা মোবারক”

– শুক্রবার মানে?

– গুনাহ মাফের আরেকটা সুযোগ”❤️

– পবিত্র জুম্মা ডে.??

ভাইরাস কে নয়, বরং ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করুন। ইনাশাআল্লাহ তিনিই আপনাকে রক্ষা করবেন।

“জুম্মা মোবারক”