ইসলামিক নাম

দুই সিজদার মাঝের দোয়া | সাহু সিজদার নিয়ম

দুই সিজদার মাঝের দোয়া | গোটা নামাজই আল্লাহর প্রশংসা। তাই নামাজের প্রত্যেক রুকনে দোয়া, তাসবিহ, তাহলিলের মধ্যে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। এ সব দোয়া ও জিকির কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। দুই সিজদার মধ্যবর্তী বৈঠকেও রয়েছৈ আল্লাহ তাসবিহ এবং দোয়া। 

দুই সিজদার মাঝের দোয়া

দুই সিজদার মাঝের দোয়া

হজরত ইবনে আব্বার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মাঝে বলতেন-

اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ

উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি। (মুসলিম, মিশকাত)
অর্থ : হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন।

হজরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে এ দোয়াটি পড়তেন-
رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي
উচ্চারণ : রব্বিগফির লী, রব্বিগফির লী। (ইবনু মাজাহ, আবু দাউদ)
অর্থ : হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।

সাহু সিজদার নিয়ম

সিজদা সাহু বা সোহ সিজদা দিতে হয় যখন কয়েকটি বিশেষ কারণে নামাজ বা সালাত ত্রুটিযুক্ত হয়ে পড়ে। ত্রুটিযুক্ত হয়ে পড়লে নামাজের শেষ বৈঠকে ডান পাশে সালাম ফেরানোর পর বাম পাশে সালাম না ফিরিয়ে দুইবার সিজদা করে তারপর আবার আত্তাহিয়াতু এবং দরুদ পড়ে ডানে-বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।

প্রশ্নঃ রুকু ও সিজদার তাসবীহ এর বাংলা অর্থ কি?
রুকুর তাসবীহঃ সুবহা’না রাব্বিয়াল আ’যীম।
অর্থঃ আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি।

সুবহা’না – পবিত্রতা ঘোষণা করছি
রাব্বি – আমার রব্বের বা আমার প্রতিপালকের
আ’যীম – মহান

সিজদার তাসবীহঃ সুবহা’না রাব্বিয়াল আ’লা
অর্থঃ আমি আমার মহান সুউচ্চ রব্বের পবিত্রতা বর্ণনা করছি।

সুবহা’না – পবিত্রতা ঘোষণা করছি
রাব্বি – আমার রব্ব বা আমার প্রতিপালক
আল-আ’লা – যিনি সুউচ্চ ও মহান

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু ও সিজদার মাঝে বিভিন্ন মাসনুন দুয়া করতেন। তবে রুকুতে নিজে থেকে কোন দুয়া করা নিষিদ্ধ। শুধুমাত্র নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকুতে যেই দুয়া করেছেন সেই দুয়া করা যাবে।

রুকু ও সিজদার সময় পড়ার জন্য সুন্দর একটা দুয়া/তাসবীহঃ
আমরা রুকু-সিদজা বা নামাযের কোন কাজটা কেনো করি আসলে বেশিরভাগ মানুষই জানিনা।
মা আয়েশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ “সুরা নাসর নাযিল হাবার পর রাসূলুল্লাহ্ (সাঃ)

সূরা ইয়াসিন | surah yasin | surah yasin bangla

সূরা ইয়াসিন | surah yasin | surah yasin bangla

সূরা ইয়াসিন,কুরআন আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ আশ্চর্য এবং আশীর্বাদ যা তিনি আমাদেরকে দান করেছেন। কোরআনের প্রতিটি আয়াত তিলওয়াতে অনেক সওয়াব পাওয়া যায়। কোরআনের এই সব আয়াত ও সুরার অনেক ফজিলত রয়েছে যা দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। আর সূরা ইয়াসিন একটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। তাই আজকে আমরা সূরা ইয়াসিন বাংলা উচ্চারণ সহ অর্থ, অডিও ও ফযিলত সম্পর্কে বিস্তারিত জানব। Link

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button *