নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন | birth registration check
জন্ম নিবন্ধন যাচাই ,নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন,জন্ম নিবন্ধন যাচাই,birth registration,birth registration check,birth registration certificate check online
জন্ম নিবন্ধন যাচাই ,জন্ম নিবন্ধন যাচাই,আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করবেন, ইতিমধ্যে জন্ম নিবন্ধন থাকলে কিভাবে অনলাইনে চেক করে দেখবেন, সঠিক কিংবা ভুল বিস্তারিত থাকছে এই পোস্টটিতে।
জন্ম নিবন্ধন যাচাই
প্রিয় বন্ধুগণ অনলাইন এর মাধ্যমে খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন যাচাই করার জন্য 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার কিংবা জন্ম তারিখ প্রয়োজন হবে। এগুলো সাহায্যে নিচের ইনস্ট্রাকশন ফলো করে, সহজেই জন্ম নিবন্ধন আসল কিংবা নকল যাচাই করতে পারেন।
- এই লিংকে ভিজিট করুন । (https://everify.bdris.gov.bd/)
- জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।
নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন
[caption id="" align="aligncenter" width="1280"] নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন[/caption] যারা নতুন করে জন্ম নিবন্ধনের আবেদন করতে চান আবেদন করার প্রক্রিয়াটা কি হবে এবং কি প্রয়োজন হবে বিস্তারিত ইন্সট্রাকশন নিচে দেওয়া হল স্ক্রিনশট এবং টেক্সট দেখে সহজেই আবেদন করতে পারবেন আশা করি।
স্টেপ ( 1 ) ওয়েবসাইটে প্রবেশ করুন এবং জন্মস্থান সিলেট করুন
প্রথমে এই লিংকে ভিজিট করতে হবে । এখান থেকে জন্ম নিবন্ধন মেনু সিলেক্ট করতে হবে। জন্ম নিবন্ধন আবেদন ফরম প্রবেশ করুন। অথবা সরাসরি এই লিংকে ভিজিট করুন ।এবার স্থায়ী ঠিকানা সিলেক্ট করে, পরবর্তী বাটনে ক্লিক করুন।
স্টেপ ( 2 ) আবেদনকারীর ডিটেলস টাইপ করুন
আবেদনকারীর নাম, আবেদনকারীর জন্ম তারিখ,পিতা-মাতার নাম, আবেদনকারীর দেশ, বিভাগ, জেলা ,গ্রাম বাসা নাম্বার, পূরণ করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
- নামের প্রথম অংশ বাংলায় ( অহিদুল )
- নামের শেষ অংশ বাংলায় ( হাওলাদার )
- নামের প্রথম অংশ ইংরেজিতে ( Ohidul )
- নামের শেষ অংশ ইংরেজিতে ( Howlader )
- জন্ম তারিখ ( 25/12/1990 )
- পিতা মাতার কত নাম্বার সন্তান ( 1/2/3)
- লিঙ্গ পুরুষ আর মহিলা ( পুরুষ অথবা মহিলা )
- দেশ ( বাংলাদেশ )
- বিভাগ ( ঢাকা )
- ডাকঘর বাংলায় ( কুর পালা )
- ডাকঘর ইংরেজিতে ( Kurpala )
- গ্রাম বাপাড়া বাংলায় ( কুর পালা )
- গ্রাম বা পাড়া ইংরেজিতে ( ( Kurpala )
- বাসা বা রাস্তা নম্বর বাংলায় ( পুরপালা ১ রোড )
- বাসা বা রাস্তার ইংরেজি ( Kurpala 01 road )
- ঠিক আছে কিনা দেখে পরবর্তী বাটনে ক্লিক করুন
স্টেপ ( 3 ) আবেদনকারীর পিতা-মাতার নাম
আবেদনকারীর পিতা ও মাতার নাম যদি আবেদনকারীর মাতা ও পিতার জন্ম সনদ থাকে তাহলে এখানে জন্ম সনদ টাইপ করলে স্বয়ংক্রিয়ভাবে নাম চলে আসবে না থাকলে ইংলিশ এবং বাংলায় ম্যানুয়াল লিখে দিতে হবে।
- পিতার জন্ম নিবন্ধন নাম্বার (Optional)
- পিতার নাম বাংলায় ( কলম হাওলাদার )
- পিতার নাম ইংরেজিতে ( kolom Howlader )
- পিতার জাতীয় পরিচয় পত্র নাম্বার (Optional)
- পিতার জাতীয়তা ( বাংলাদেশী )
- মাতা জন্ম নিবন্ধন নাম্বার (Optional)
- মাতা নাম বাংলায় ( কলম হাওলাদার )
- মাতা নাম ইংরেজিতে ( kolom Howlader )
- মাতা জাতীয় পরিচয় পত্র নাম্বার (Optional)
- মাতা জাতীয়তা ( বাংলাদেশী )
- সঠিক তথ্য দিয়ে পরবর্তী বাটনে ক্লিক।
স্টেপ ( 4 ) আবেদনকারীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা
আবেদনকারীর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সিলেট করতে হবে,এবার এখানে কোনটাই নয় এটা সিলেক্ট করে নিচে টিক চিহ্ন করুন স্থায়ী ঠিকানা একই অথবা ম্যানুয়াল টাইপ করতে পারবেন।
- কোনটাই নয় এখানে ঠিক চিহ্ন করুন
- স্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই এখানে ক্লিক করুন
- ঠিকানা কোনটাই নয়
- স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই ক্লিক করুন
- এবং পরবর্তী বাটনে ক্লিক করুন
স্টেপ ( 5 ) আবেদনকারীর ব্যক্তি সম্পর্ক নির্বাচন করুন
পিতা /মাতা পরিবারের কেউ অথবা সংশ্লিষ্ট কেউ ,তার সম্পর্ক সিলেক্ট করুন । সংযোগ করুন আবেদনকারী ডকুমেন্ট,পিডিএফ আকারে সেভ করে এখানে আপলোড করুন।
- পিতা হলে এখানে টিক চিহ্ন করুন ।
- সংযোজন এ ক্লিক করে ডকুমেন্ট আপলোড করুন।
- ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে স্টার্ট এ ক্লিক করুন।
- সব ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন।
স্টেপ ( 6 ) আবেদনকারীর তথ্য যাচাই করুন
আপনি যে ফর্মটি পূরণ করে আসছেন তথ্যগুলো সঠিক কিংবা ভুল এখান থেকে যাচাই করে নিন ভুল হলে আর পরবর্তী সময়ে এডিট করতে পারবেন না যদি এখানে ভুল হয় তাহলে ব্যাগ এ ক্লিক করে পূর্ববর্তীতে ক্লিক করে তথ্যটি সঠিক করতে পারেন। স্ক্রল ডাউন করে একটু নিচে যান।
- ভালোভাবে তথ্য দেখে নিন।
- নিচে স্ক্রল ডাউন করে যান।
- এবার একটি মোবাইল নম্বর টাইপ করুন।
- সেন্ট বাটনে ক্লিক করে মোবাইল এ পাঠানো কোড দিয়ে ভেরিফাই করুন।
- সবকিছু দেখে পরবর্তী বাটনে ক্লিক করুন।
স্টেপ ( 7 ) আবেদনটির সংরক্ষণ করে নিন । প্রিন্ট করার নিয়ম।
আবেদনটি সাবমিট করার সাথে সাথে এখানে একটা আইডি নম্বর ক্রিয়েট হবে অবশ্যই আইডি নাম্বারটি সেভ রাখুন অথবা স্মার্ট ফোন দিয়ে ছবি তুলে রাখুন । প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় যোগাযোগ করুন। অবশ্যই সংশ্লিষ্ট আপলোডকৃত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন।
- আইডি সংরক্ষণ করুন।
- আবেদন ফরমটি প্রিন্ট করে নিন।
- সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন নিয়ে জমা দিন।
E Passport Check
[caption id="" align="aligncenter" width="1280"] E Passport Check[/caption] প্রিয় বন্ধুগণ কিভাবে অনলাইনের মাধ্যমে নতুন ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন সঠিক কিংবা ভুল তথ্য কিভাবে যাচাই করা যায় তার জন্য উপরের টাইটেলে ক্লিক করে পাসপোর্ট এর যাবতীয় তথ্য জেনে নিন।