নামাজের সময়সূচি | ইফতারের সময়সূচি | রমজানের সময় সূচি 2025
নামাজের সময়সূচি , ইফতারের সময়সূচি ২০২৪,সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪,নামাজের শুরু ও শেষ সময়সূচি,সেহরি ও ইফতারের সময়সূচি,ইফতারের সময়সূচি,নামাজের সময়সূচি
নামাজের সময়সূচি ,নামাজের সময় বাংলাদেশ আপনাকে বাংলাদেশের সব জায়গার নামাজের প্রকৃত সময় দেয়। ৫টি মুসলিম নামাজের নামাজের সময় আলাদা। এই অ্যাপটি আপনাকে বাংলাদেশের সকল নামাজের সময় সম্পর্কে জানাবে, আপনি বাংলাদেশে যেখানেই থাকুন না কেন। আপনি আপনার নামাজের যেকোনো ওয়াক্তের জন্য অ্যালার্ম সেট করতে পারেন।
নামাজের সময়সূচি
নামাজের সময়সূচি | ইফতারের সময়সূচি ২০২৪[/caption] প্রিয় বন্ধুগণ নামাজের সময়সূচী দেখতে ছোট্ট একটি অ্যাপস ব্যবহার করুন অথবা আমাদের এই ওয়েব পেজটি সেভ করে রাখুন যার মাধ্যমে সহজেই প্রত্যেকদিন নামাজের সময়সূচী দেখে নিতে পারবেন । অ্যাপস লিংক
আজকের নামাজের সময়সূচি
নামাজ বেহেশতের চাবি। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এছাড়া ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরে কিছু নফল নামাজও আছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।
আহলে হাদিস নামাজের সময়সূচি ২০২৪
আল্লাহ তা‘আলা ছালাতের ওয়াক্ত সম্পর্কে বলেন, إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتَابًا مَوْقُوْتًا ‘নিশ্চয় মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ছালাত ফরয করা হয়েছে’ (নিসা ১০৩)। উম্মু ফারওয়া (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, আমল সমূহের মধ্যে কোন্ আমল সর্বাধিক উত্তম? তিনি উত্তরে বলেন, আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা। ‘আর তোমরা যথাযথভাবে নামাজ পড় এবং জাকাত দাও আর নামাজিদের সঙ্গে (জামাতে) নামাজ আদায় কর।’ (সুরা বাকারা : আয়াত ৪৩) রাসূল সা. বলেন, একাকী ছালাত আদায়ের চেয়ে জামা‘আতের সাথে আদায় করলে ২৫/২৭ গুণ ছওয়াব বেশী পাওয়া যায়। পাঁচ ওয়াক্ত সালাতের সময়সূচীর জন্য প্লে স্টোরে Muslims Day নামক এপ পাওয়া যায়। সেটি ডাউনলোড করে মাযহাব সিলেকশনে শাফেয়ী, মালেকী, হাম্বলী ও আহলে হাদীস অপশনটি সিলেক্ট করে দেবেন। সেখানে সালাতের আউয়াল থেকে আখের ওয়াক্তের সময়সূচী পাবেন। তন্মধ্যে আউয়াল ওয়াক্তই সালাতের উত্তম সময়। আহলে হাদীস/সালাফীগণ আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা উত্তম বিধায় এর ওপর গুরুত্বারোপ করে থাকেন। তবে আপনি যদি আহলে হাদীস/সালাফী সংখ্যাগরিষ্ঠ এলাকায় বসবাস না করে থাকেন এবং যেহেতু জামাতে সালাত আদায়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে সেহেতেু আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে এলাকার ইমাম, মুরুব্বিদের অবহিত করতে পারেন। যদি তারা সেটি না মানে (মানার সম্ভাবনাই কম) তবে হানাফিদের সাথেই জামাতে সালাত আদায় করতে হবে। (এটিই একদল ওলামাদের ফতোয়া) আরেকটা ফতোয়া হলো, আউয়াল ওয়াক্তে একাকী সালাত আদায় করে জামাতে আবার পুনরায় তাদের সাথে সালাত আদায় করা। সেক্ষেত্রে আউয়াল ওয়াক্তে এবং জামাতে সালাত পড়া উভয় সওয়াব পাবেন। আল্লাহই ভালো জানেন।
adobe photoshop 7.0
adobe photoshop 7.0 প্রিয় বন্ধুরা আসুন আমরা দেখে নেই কিভাবে ফটোশপ ৭.০ ডাউনলোড করবেন আশা করি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যারা ফটোশপ ডাউনলোড করতে পারেন না । সেটআপ করতে পারেন না তাদের জন্য আমাদের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আমরা দেখিয়ে দিব কিভাবে আপনি ফটোশপ ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন।