বাংলায় নামাজ শিক্ষা। নামাজ পড়ার নিয়ম
নামাজ পড়ার নিয়ম,কিভাবে নামাজ আদায় করতে হয় নামাজ আদায় করার পূর্ণাঙ্গ নিয়ম নতুন যারা রয়েছেন এই ভিডিও টি দেখলে সম্পূর্ণ নামাজ আদায় করা শিখতে পারবেন সহি শুদ্ধভাবে।
নামাজ পড়ার নিয়ম
সহি শুদ্ধ নামাজ আদায় করার জন্য প্রথমে সুন্দর ভাবে ওযু করে নিন অতঃপর কেবলামুখী হয়ে, জায়নামাজে দাঁড়িয়ে পড়ুন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা সর্বোত্তম।
নামাজের সময়সূচি
পাঁচ অক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে তাই আমাদেরকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হয় । Next
ফজরের নামাজ: 4:54 ,জোহর: 01:30 ,আসর : 4:29,মাগরিব:6:12,ইশা:7:25
চিত্রসহ নামাজের নিয়ম
সহি শুদ্ধ পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম ভিডিও এবং চিত্রসহ,নিচে দেখুন, সহি শুদ্ধভাবে ,আপনার সন্তানকে পাঁচ ওয়াক্ত নামাজ শিক্ষা দিতে পারেন, এই ভিডিওর মাধ্যমে। Home
ফজরের নামাজ পড়ার সময়
ফজরের নামাজ পড়ার নিয়ম সহি শুদ্ধ তেলাওয়াতের নিয়ম এই ভিডিওতে তুলে ধরা হয়েছে ভিডিওটি দেখলে কিংবা আপনার সন্তানকে দেখালে পাঁচ ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ আদায় শিখতে পারবে।
জোহরের নামাজ পড়ার সময়
এই ভিডিওতে সহি শুদ্ধ করে জোহরের নামাজ আদায় করার সঠিক নিয়ম তুলে ধরা হয়েছে ভিডিওটি দেখলে সঠিক নিয়মে নামাজ আদায় শিখতে পারবেন।
আসরের নামাজ পড়ার সময়
আসরের জন্য কিভাবে অজু করতে হবে কীভাবে সুরা তেলাওয়াত করতে হবে কিভাবে দোয়া পড়তে হবে, কোন দোয়া পড়তে হবে বিস্তারিত সহি শুদ্ধ নামাজ শিক্ষা ভিডিওতে দেখানো হয়েছে।
মাগরিবের নামাজ পড়ার সময়
মাগরিবের নামাজ কয় রাকাত কিভাবে আদায় করতে হবে কিভাবে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে,সূরা দোয়া রুকু-সেজদা সবকিছুই এই ভিডিওতে দেখানো হয়েছে।
এশার নামাজ পড়ার নিয়ম
কিভাবে এশারের নামাজ আদায় করতে হয় কয় রাকাত সুন্নত কত রাকাত ফরজ সূরা রুকু সেজদা সহি শুদ্ধভাবে আদায় করার পূর্ণাঙ্গ নিয়ম।
বাংলায় নামাজ শিক্ষা
তাহাজ্জুদ নামাজের নিয়ম
উপরের টাইটেলের উপরে ক্লিক করে দেখে নিন কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয় শরীর শুদ্ধ নামাজ আদায় করার নিয়ম পূর্ণাঙ্গ আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে যা দেখে সহি শুদ্ধ তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন।
তারাবির নামাজ পড়ার নিয়ম
তারাবির নামাজ পড়ার নিয়ম, কিভাবে সহি শুদ্ধ করে তারাবির নামাজ আদায় করতে হয় ও তার পূর্ণাঙ্গ নিয়ম জানতে উপরের টাইটেলে ক্লিক করে দেখে নিন কিভাবে সহীহ শুদ্ধ করে তারাবির নামাজ আদায় করতে হয় কয় রাকাত এবং কি নিয়মে আদায়।