ayatul kursi bangla | আয়াতুল কুরসি | কুরসি বাংলা উচ্চারণ

ayatul kursi bangla,আয়াতুল কুরসি,ayatul kursi,আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ,আয়াতুল কুরসি বাংলা,আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি,আয়াতুল কুরসির ফজিলত

Aug 13, 2024 - 16:26
Aug 13, 2024 - 16:28
 0  5
ayatul kursi bangla | আয়াতুল কুরসি | কুরসি বাংলা উচ্চারণ
ayatul kursi bangla | আয়াতুল কুরসি | কুরসি বাংলা উচ্চারণ

ayatul kursi bangla,আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ, আয়াতুল কুরসির সহীহ শুদ্ধ উচ্চারণ । আয়াতুল কুরসির সহীহ শুদ্ধ তেলাওয়াত,ফজিলত, আয়াতুল কুরসি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এই পোস্টটিতে,আয়াতুল কুরসি সহীহ শুধু উচ্চারণ সহ তেলাওয়াত কিভাবে শিখবেন।

ayatul kursi bangla

ayatul kursi bangla পবিত্র কোরআনুল কারিমের দ্বিতীয় সূরা আল-বাক্বারা ২৫৫তম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত এটি। এতে সমগ্র মহাবিশ্বের ওপর আল্লাহর জোরালো ক্ষমতা ঘোষণা করা হয়েছে।

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম। (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)

আয়াতুল কুরসি

আয়াতুল কুরসি

আয়াতুল কুরসি (আরবি: آية الكرسي‎‎ আয়াত আল-কুরসি, অর্থ: “সিংহাসনের স্তবক”) হচ্ছে কুরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত (২:২৫৫)। এই আয়াতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর পূর্ণ ক্ষমতা ঘোষণা করা হয়েছে এবং কীভাবে কোনো কিছু বা কাউকেই আল্লাহর সাথে তুলনীয় বলে গণ্য করা হয় না তা উদ্ধৃত করা হয়েছে।

ayatul kursi

আয়াতুল কুরসির ফজিলত

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার মৃত্যুর সময় সহজভাবে জান কবজ করা হবে। অন্য হাদিসে আছে, যারা পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তাদের জন্যে জান্নাতে যেতে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের শান্তি উপভোগ করতে থাকবে। হাদিসে বলা আছে, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন এবং সে ফেরেশতা সারা রাত তাকে পাহারা দিবে এবং দুষ্ট জীন ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করবে।

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি আয়াতুল কুরসি সহীহ শুদ্ধ বাংলা উচ্চারণ ছবি এটা ডাউনলোড করার জন্য নিচে দেখুন বাংলায় লেখা ইন্সটল করুন অথবা নিচে যে ছবিটা দেখতে পাবেন এটার উপরে ক্লিক করলেই সরাসরি ডাউনলোড হয়ে যাবে একদম ফ্রিতে

ayatul kursi in bangla

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ,আল হাইয়্যুল কাইয়্যুম,লা তা খুযুহু সিনাতুও ওয়ালা নাওম ,লাহু মা ফিস সামা ওয়াতি ওয়ামা ফিল আরদি, মান যাল্লাযী ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহী ,ইয়া লামু মা বাইনা আইদিহীম ওয়ামা খলফাহুম ,ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহী ইল্লা বিমা শাহায়া ,ওয়াসি আ কুরসিয়্যুহুস সামা ওয়াতি ওয়াল আরদা,ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আজীম ।

আয়াতুল কুরসি

সূরা বাকারার শেষ দুই আয়াত

সূরা বাকারার শেষ দুই আয়াত সূরা বাকারার সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে চাইলে আমাদের এই পোস্টটি দেখুন উপরের টাইটেল এ ক্লিক করে সরাসরি বিস্তারিত দেখে নিন কিভাবে সহীহ শুদ্ধ বাংলা উচ্চারণ সহ বিস্তারিত পোস্ট।