Online application

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন। জন্ম নিবন্ধন আবেদন যাচাই

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন । পনি হয়তো জানেন না কিভাবে স্মার্ট ফোনের সাহায্যে নিজেই জন্ম নিবন্ধনের আবেদন করবেন। সম্পূর্ণ দেখিয়ে দিব, Home যে কোন ব্যক্তি নিজের কিংবা নিজের বাচ্চার জন্ম নিবন্ধনের আবেদন, নিজেই করতে পারেন। কি কি প্রয়োজন হবে, কিভাবে করতে হবে, বিস্তারিত থাকবে। 

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন, আপনি খুব সহজেই স্মার্ট ফোনের সাহায্যে ,ঘরে বসেই জন্ম নিবন্ধন আবেদন করতে পারেন। Next কী প্রয়োজন হবে, কিভাবে আবেদন ফরম পূরণ করবেন । নিচে তুলে ধরার চেষ্টা করছি। জন্ম নিবন্ধন আবেদন করার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন। 

জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে 

  • জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে

     পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি বা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।

  • চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা টিকা সনদের সত্যায়িত ফটোকপি।
  • হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি।
  • আবেদনকারী পিতা-মাতা/ অভিভাবকের মোবাইল নম্বর

জন্ম নিবন্ধনের

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

নতুন জন্ম নিবন্ধন আবেদন করার সম্পূর্ণ নিয়ম তুলে ধরলাম, নিচে স্ক্রিনশট আকারে দেখুন। এই কয়েকটি ধাপ পূরণ করে, খুব সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন জমা দিন । শেষ হলে একটা প্রিন্ট কপি নিয়ে। নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় জমা দিন।

  1. জন্ম নিবন্ধন অফিশিয়াল ওয়েবসাইটে যান।
  2. জন্মস্থান সিলেট করে পরবর্তী বাটনে ক্লিককরুন।
  3. এবার প্রথম ফরমটি পূরণ করুন। পরবর্তী বাটনে ক্লিক করুন
  4. এবার পরবর্তী পাতায় পিতা-মাতার তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন।পরবর্তী বাটনে ক্লিক করুন
  5. এবার এখানে স্থায়ী ঠিকানা সিলেট করুন।পরবর্তী বাটনে ক্লিক করুন
  6. এবার এখানে আবেদনকারীর নাম এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
  7. এবার প্রিভিউ দেখে নিন।সঠিক হলে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
  8. সাবমিট সাকসেসফুল হলে মোবাইল নাম্বারে একটা এসএমএস যাবে এবং এখানে আইডি সংরক্ষণ করে রাখুন।

1 জন্মস্থান এখানে ক্লিক করুন ,পরবর্তী বাটনে ক্লিক করুন । 

2  এবার এখানে ফরমটি পুরন করুনঃ বাংলা এবং ইংলিশ এ সঠিকভাবে নাম এবং স্থায়ী ঠিকানা লিখুন। পরবর্তী বাটনে ক্লিক করুন।

3 এবার দ্বিতীয় ফর্মে পিতা মাতার নাম বাংলা ও ইংলিশ। পিতা-মাতার জন্ম নিবন্ধন নম্বরটি দিলে স্বয়ংক্রিয়ভাবে নামটা চলে আসবে, জন্ম নিবন্ধন নাম্বার না থাকলে, নীচের ঘরে নাম লিখুন।  পরবর্তী বাটনে ক্লিক করুন। 
 
 
4 স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সিলেক্ট করুন।
 

5 জন্মস্থান ও স্থায়ী ঠিকানা একই এখানে ক্লিক করুন। তারপর পরবর্তী এ ক্লিক করুন।

6 আবেদনকারীর সম্পর্ক, পিতা-মাতার জন্ম নিবন্ধন নাম্বার । ফোন নম্বর ও ডকুমেন্ট এখানে টাইপ করুন। 
 
এবার এখানে সংযোগ করুন।ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। টিকার কার্ড ,মা-বাবার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ইত্যাদি এখানে আপলোড করতে হবে। আপলোড করে পরবর্তী বাটনে ক্লিক করুন। 
 
7 এবার এখানে প্রিভিউ দেখতে পাবেন, সঠিকভাবে দেখে নিন, ইনফর্মেশন ভুল থাকলে পিছনে গিয়ে সঠিক করে নিন। সব গুলো ঠিক থাকলে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
 
8 এবার সঠিকভাবে সাবমিট হয়ে গেল। এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারটি সংরক্ষণ করুন।
স্ক্রিনশট নিন অথবা প্রিন্ট করে সংরক্ষন করুন। 
হয়ে গেল সফলভাবে, জন্ম নিবন্ধন অনলাইনে ফরম পূরণ করা। এখন পূরণ করা ফরম টি ডাউনলোড করে, প্রিন্ট করে, কাগজ পাতি সংযোগ করে, ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় যোগাযোগ করুন। 

toffee live tv

toffee live tv
toffee live tv

প্রিয় বন্ধুগণ টফি অ্যাপ যার সাহায্যে দৃষ্টিকে যেকোনো নেটওয়ার্কের মাধ্যমে লাইভ খেলা দেখতে পারেন লাইভ টিভি চ্যানেল দেখার জন্য এটা খুবই দুর্দান্ত পাওয়ারফুল অ্যাপস অত্যাধিক ব্যবহৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button *