hsc admission 2023 | hsc admission result 2023
hsc admission 2023,প্রিয় বন্ধুগণ এই পোস্টটিতে আমরা দেখব। কিভাবে এইচ এস সি এডমিশন ফরম ফিলাপ করবেন। কিভাবে পেমেন্ট করবেন কিভাবে এসএসসি ফরম ফিলাপের রেজাল্ট দেখবেন, কলেজ কিভাবে সিলেক্ট করবেন। বিস্তারিত থাকছে এই পোস্টটিতে চলুন শুরু করা যাক।
hsc admission
এইচ এস সি এডমিশন ,কিভাবে আপনি নিজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে ফরম ফিলাপ করবেন, আমরা নিচে স্ক্রিনশট আকারে দেখিয়ে দিচ্ছি, স্মার্ট ফোন কিংবা কম্পিউটারের সাহায্যে নিজেই নিজের এডমিশন ফরম পূরণ করতে পারেন কিভাবে চলুন নিজে দেখি নেই।
প্রথমে এই http://xiclassadmission.gov.bd/ ওয়েবসাইটে যান এবার এখানে এপ্লাই তে ক্লিক করুন।
এসএসসি,রোল বোর্ড ,ইয়ার ,রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করুন।
এখানে স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম বাবার নাম চলে আসবে শুধু মোবাইল নম্বর দিয়ে নেক্সট এ ক্লিক করুন।
এবার এখানে কলেজ সিলেক্ট করুন এবং এড এ ক্লিক করুন।
কলেজ সিলেট করলে এখানে দেখতে পাবেন এবার প্রায়োরিটি চেঞ্জ করতে পারেন।
এবার কলেজগুলো ভালোভাবে সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন।
এবার এখানে রিভিউ দেখুন এবং সাবমিট এ ক্লিক করুন।
সাবমিট হচ্ছে অপেক্ষা করুন।
এবার প্রিন্ট করে নিন /ডাউনলোড।
হয়ে গেল সফলভাবে এইচএসসি ফরম ফিলাপ করা ফরমটি ডাউনলোড করে রেখে দিন যখন প্রয়োজন হবে প্রিন্ট করে নিন এবং কলেজ সিলেক্ট হলে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে কিংবা এখান থেকেও কলেজ সিলেকশন দেখে নিতে পারবেন।
কিভাবে এইচএসসি এডমিশন ফি জমা দিবেন
বিকাশ কিংবা নগদের মাধ্যমে এডমিশন ফ্রি জমা দিতে পারেন আমরা বিকাশ অ্যাপস দিয়ে দেখাবো কিভাবে নিজেই বিকাশ অ্যাপসের মাধ্যমে এডমিশন ফি জমা দিবেন চলুন নিচে স্ক্রিনশট গুলো দেখে নিন।
বিকাশ অ্যাপ ওপেন করুন।পেমেন্ট করার জন্য মোর অপশনে ক্লিক করুন।
এডুকেশনাল ফ্রি এখানে ক্লিক করুন।
এক্স ক্লাস এডমিশন। এখানে ক্লিক করুন।
প্রথমে বোর্ড,রোল নাম্বার এবং মোবাইল নাম্বার।এগুলো দিয়ে নেক্সটে ক্লিক করুন।
এবার এই জায়গায় ডিটেলস দেখাবে এবং তারপর নেক্সট এ ক্লিক করুন।
এবার বিকাশের পিন নম্বর টাইপ করুন।
পেমেন্ট সাকসেসফুল হলে স্লিপ ডাউনলোড করে নিন।
HSC Admission Result
যারা এসএসসি এডমিশন জন্য আবেদন করেছেন তারাই এখান থেকে রেজাল্ট বা কলেজ সিলেক্ট দেখতে পাবেন তার জন্য প্রথমে এই ওয়েবসাইটে যান তারপরে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ভিউ রেজাল্ট এ ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনি কোথায় সিলেক্টেড হয়েছেন।
- Visit http://xiclassadmission.gov.bd
- Then click on ‘View Result’
- Input your Roll Number, Board Name, Reg Number and Passing Year.
- Give all information right and click next
- Then you will see your result there
এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড সিলেক্ট করে ভিউ রেজাল্ট এ ক্লিক করুন।
আপনার রেজাল্ট দেখতে পাবেন কোথায় কোন কলেজ সিলেক্টেড হয়েছে।
hsc result
প্রিয় বন্ধুগণ এসএসসি পরীক্ষার ফলাফল জানার জন্য উপরের টাইটেলে ক্লিক করলে একটা পোস্ট দেখতে পাবেন সেখানে বিস্তারিত দেখানো হয়েছে কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল জেনে নিতে হয় কিভাবে মার্কশিট বের করতে হয় বিস্তারিত।