indian visa application

indian visa application,indian visa application from bangladesh,indian visa application online,online indian visa application,indian visa application bangladesh

Aug 9, 2024 - 16:30
 0  6
indian visa application
indian visa application

indian visa application ,প্রিয় বন্ধুগণ কিভাবে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে হয় এবং ইন্ডিয়ান ভিসা কিভাবে চেক করতে হয় বিস্তারিত আমাদের এই পোস্টটিতে দেখতে পাবেন।Home

ভিসা আবেদনপত্র জমা দেয়ার পূর্ব শর্ত সমূহ

ভিসা আবেদনপত্র জমা দেয়ার পূর্ব শর্ত সমূহ

ভিসা প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য আবেদনপত্র জমা দেয়ার আগে অনুগ্রহ করে নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করুন ।
  • পাসপোর্টের বৈধতা ছয় মাসের বেশি হতে হবে।
  • পাসপোর্টে ন্যূনতম তিনটি খালি পৃষ্ঠা অবশিষ্ট থাকতে হবে।
  • আবেদনপত্রে পাসপোর্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে।
  •  মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পাসপোর্ট ইস্যুর তারিখ সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে।
  • আবেদনপত্রে নামটি সঠিক ভাবে উল্লেখ করতে হবে ।
  • আবেদনপত্রে অবশ্যই স্ক্যান করা ছবি থাকতে হবে।
  • পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তাহলে মূল পাসপোর্ট এর সাথে সংযুক্ত করতে হবে। যদি হারিয়ে যায় সেক্ষেএে জিডি কপি সংযুক্ত করতে হবে।
  • পূর্ববর্তী ভিসা ইস্যু করার বিবরণ খালি রাখা যাবে না ।
  • ভারত ও বাংলাদেশে এর রেফারেন্স খালি রাখা যাবে না ।
  • বর্তমান / স্থায়ী ঠিকানা ইউটিলিটি বিলের সাথে মিল থাকতে হবে ।
  • পেশার বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে ।
  • জন্মের তারিখ জাতীয় পরিচয় পত্র / জন্ম সনদপত্রের সঙ্গে মিল থাকতে হবে
  • আবেদনপত্র পূরণ করার ৮ দিনের মধ্যে আবেদনপত্র ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে।
  • ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, সিলেট, সাতক্ষীরার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ ঢাকা মিশন নির্বাচন করবে।
  • চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালি পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ চট্টগ্রাম মিশন নির্বাচন করবে।
  • রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁ, বগুড়ার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ রাজশাহী মিশন নির্বাচন করবে।
  • সিলেট পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ সিলেট মিশন নির্বাচন করবে।
  • আপনার ভিসা আবেদন জমাদানকারী সেন্টার এবং টাকা জমাদানকারী সেন্টার এর নাম অবশ্যই এক হতে হবে।

ভারতীয় ভিসা পেতে কতদিন লাগে

[caption id="" align="aligncenter" width="1280"]ভারতীয় ভিসা পেতে কতদিন লাগে ভারতীয় ভিসা পেতে কতদিন লাগে[/caption] প্রশ্নঃ কতদিন লাগবে ভিসা পেতে? উত্তরঃ নরমালি ৩-৭ কর্ম দিবসের মধ্যে পেয়ে যাবেন। আবেদন জমা দেওয়ার পর একটা রিসিট দিবে সেখানে আপনার পাসপোর্ট কালেকশনের ডেট লেখা থাকবে।

ভারতীয় ভিসা চেক করার নিয়ম

[caption id="" align="aligncenter" width="1280"]ভারতীয় ভিসা চেক করার নিয়ম ভারতীয় ভিসা চেক করার নিয়ম[/caption] অনলাইনের মাধ্যমে ভিসা চেক করে দেখতে পারেন সঠিক কিংবা ভুল এটা দেখার জন্য প্রথমে এই লিঙ্কএ যান তারপর এখানে ওয়েব নাম্বার এবং ক্যাপচা পুরন করে সাবমিট করলেই ভিসা দেখতে পাবেন।

ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম

[caption id="" align="aligncenter" width="1280"]ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম[/caption] অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদনপত্র পূরণ করার পূর্বে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। ইন্ডিয়ান ভিসা পাওয়ার আগে আপনাকে কয়েকটা শর্তে উত্তীর্ণ হতে হবে। এ সকল শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি ইন্ডিয়ান ভিসা পাওয়ার আবেদন করতে পারবেন। নচেৎ আপনি ইন্ডিয়ান ভিসা পাওয়ার যোগ্যতা রাখেন না।
  • আপনাকে অবশ্যই ভারত স্বীকৃত ১৮০ টি দেশের যেকোন একটি দেশের নাগরিক হতে হবে। নচেৎ আপনি ভারতীয় ভিসার জন্য যোগ্য নন।
  • শুধুমাত্র পর্যটন, চিকিৎসা এবং ব্যবসার উদ্দেশ্যে হিন্দুস্তানে প্রবেশ করতে পারেন।
  • আপনি ২৮ টি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বিমানবন্দর এবং পাঁচটি সমুদ্রবন্দর সহ শুধুমাত্র অনুমোদিত ইমিগ্রেশন চেক পোস্টের মাধ্যমে প্রবেশ করতে পারবেন।
আবেদন করতে https://indianvisa-bangladesh.nic.in/visa/Registration এই লিংকে প্রবেশ করুন। প্রদর্শিত অনলাইন ভিসা আবেদনের ফরমটি সঠিক তথ্য প্রদান করে সাবমিট করুন। এখানে আপনি হাইকমিশন, ওয়েবফাইল নাম্বার ২বার দিতে হবে। তারপর নির্দিষ্ট আইভ্যাক, ভিসা আবেদনের টাইপসহ ব্যক্তিগত তথ্য যেমন- নাম, নাম্বার, ইমেইল ইত্যাদি প্রদান করতে হবে।

ভিসা প্রসেস ফি প্রদান করবেন যেভাবে

[caption id="" align="aligncenter" width="1280"]ভিসা প্রসেস ফি প্রদান করবেন যেভাবে ভিসা প্রসেস ফি প্রদান করবেন যেভাবে[/caption] https://payment.ivacbd.com এই লিংক প্রবেশ করে ভিসা প্রসেস ফি প্রদান করতে হবে।  ডেবিট, ক্রেডিট, ভিসা, মাস্টার্স কার্ড, আমেরিকান এক্সপ্রেস ডিবিএল নেক্সাস, কিউ ক্যাশ, ফাস্ট ক্যাশ, সিটি টাচ, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এমক্যাশ, এবিএসএমএস ব্যাংকিং, রকেট, বিকাশ ও মাইক্যাশ থেকে ভিসা প্রসেস ফি বাবদ টাকা প্রদান করা যাবে।

বাংলাদেশীদের জন্য ভিসা ফি

[caption id="" align="aligncenter" width="1280"]বাংলাদেশীদের জন্য ভিসা ফি বাংলাদেশীদের জন্য ভিসা ফি[/caption]
বাংলাদেশী পাসপোর্টধারীদের ভারতীয় ভিসার জন্য আবেদন করতে কোন ভিসা ফি নেই। - অন্যান্য বিদেশী নাগরিককে ভিসা ফি প্রদান করতে হবে, যদি না তারা ভারত সরকারের আদেশের অধীনে ভিসা ফি প্রদান থেকে রেয়াত পায়। - বাংলাদেশের যেকোন আইভ্যাকে ভিসার জন্য আবেদনকারী যেকোন ব্যক্তিকে নিন্মলিখিত হারে ভিসা প্রসেসিং ফি (ভিপিএফ) প্রদান করতে হবে, ভিসা প্রসেসিং ফি অ-ফেরতযোগ্য । গ্রাটিস/ ফ্রি ভিসা: বাংলাদেশ, আফগানিস্তান, আর্জেন্টিনা, জ্যামাইকা, মালদ্বীপ, ডিপিআর কোরিয়া, মরিশাস, দক্ষিণ আফ্রিকা এবং উরুগুয়ের নাগরিকদের উপর ফ্রি ভিসা জারি করা হবে। সীমাবদ্ধ/ সুরক্ষিত এলাকার পারমিটের জন্য (পিএপি/ আরএপি) এই দেশগুলোর নাগরিকদের কাছ থেকে কোন ফি ধার্য্য করা হবে না। বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের সংশোধিত ভিসা প্রসেসিং ফি ১লা জানুয়ারী, ২০১৫ থেকে প্রযোজ্য হয়েছে। সংশোধিত ফি নিচে দেয়া হল: ৫ আগস্ট ২০১৮ থেকে ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ ফি ৮০০ টাকা নির্ধারিত হবে। ১৮ ডিসেম্বর ২০১৪ থেকে এই প্রথম ভিসা ফি পরিবর্তন হল। গত চার বছর ধরে মুদ্রাস্ফীতি এবং বর্ধিত ব্যয়ভার বহনে এই ফি পরিবর্তন হচ্ছে।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আবেদনপত্র প্রতি ভিসা প্রসেসিং ফি (টাকায়)
আইভিএসি, ঢাকা(জেএফপি) ৮০০
ময়মনসিংহ ৮০০
বরিশাল ৮০০
যশোর ৮০০
খুলনা ৮০০
সিলেট ৮০০
রাজশাহী ৮০০
রংপুর ৮০০
চট্টগ্রাম ৮০০
কুমিল্লা ৮০০
ব্রাহ্মণবাড়িয়া ৮০০
নোয়াখালী ৮০০
বগুড়া ৮০০
ঠাকুরগাঁও ৮০০

Indian Visa Apply Online 2023 |

https://www.youtube.com/watch?v=TDnudDFQSiw