islamic

তারাবির নামাজ পড়ার নিয়ম tarabi namaz

তারাবির নামাজের দোয়া মাহে রমজানে রাত্রিকালে এশার নামাজের চার রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত, এরপর এবং বিতরের নামাজের আগে দুই রাকাত করে 10 সালামে যে 20 রাকাত নামাজ, আদায় করা হয় ইহাকেই তারাবির নামাজ বলা হয়। Home

তারাবির নামাজ পড়া কি বাধ্যতামূলক?

তারাবির নামাজ পড়া কি বাধ্যতামূলক?

নামাজ জামাতের সঙ্গে আদায় করা শরীয়ত সম্মত। বরং তারাবি একাকী আদায় করার চেয়ে জামাতবদ্ধ ভাবে আদায় করা উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবির নামাজ জামাতে আদায় করেছেন। এবং জামাতে আদায় করার ব্যাপারে তাগিদ দিয়েছেন।

৪ রাকাত তারাবির পর কি পড়তে হয়?

৪ রাকাত তারাবির পর কি পড়তে হয়?

চার রাকাত পরে কোরআন ও হাদিসে বর্ণিত যে কোন দোয়া পড়তে পারেন। তবে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করা ফজিলতপূর্ণ। অন্য দোয়া পাঠ করতে পারেন। যে দোয়াসমূহ আমরা উপরে উল্লেখ করে আসছি।

তারাবির নামাজ পড়ার নিয়ম

তারাবির নামাজ পড়ার নিয়ম

এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়। আর এ নামজকেই ‘তারাবির নামাজ’ বলা হয়। তারাবি নামাজের নিয়ত: আরবি এবং বাংলা উভয়ভাবে নিয়ত করা যাবে।

তারাবি কে আবিষ্কার করেন?

তারাবি কে আবিষ্কার করেন?

শিয়া মুসলমানরা তারাবি কে বেদআত বলে মনে করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তা’আলা আনহু, তার নিজের কথা অনুযায়ী। মোহাম্মদ সাঃ এর মৃত্যুর পর, তারাবির প্রথা চালু করেছিলেন। Next

তারাবির কত রাকাত?

তারাবির নামাজ কত রাকাত

সুন্নি ইসলামের অর্থাৎ হানাফী, মালিকি, শাফিঈ, এবং হাম্বলী, মাযহাবের মতে রাকাতের মান সংখ্যা ২০ এটিকে মুয়াত্তা ইমাম মালিকের একটি বর্ণনায় উল্লেখ করে যেখানে বলা হয়েছে, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহুর যুগের লোকেরা ২০ রাকাত তারাবির নামাজ আদায় করতেন।

৮ রাকাত নাকি ২০ রাকাত?

তারাবি ৮ রাকাত নাকি ২০ রাকাত?

সবচেয়ে গ্রহণযোগ্য সূত্রের মতামত হল তারাবির নামাজ 20 রাকাত। যা বর্তমানে পবিত্র মক্কা শরীফে পরা হয়ে থাকে, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু, কর্তৃক 20 রাকাতের আমল চলে আসছে মূলত তারাবির নামাজ 20 রাকাত।

নামাজের দোয়া

তারাবির নামাজের দোয়া

দুই রাকাত করে তারাবিহ নামাজ আদায় করতে হয়। দুই দুই রাকাত করে প্রতি ৪ রাকাত পরপর কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। বিশ্রামের এ সময়টিতে মুসল্লিরা তাসবিহ-তাহলিল পড়ে ও আল্লাহর কাছে দোয়া করে। আবার অনেকে ৪ রাকাত পর পর বহু প্রচলিত একটি দোয়া পড়ে থাকেন। তাহলো-

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

নিয়ত ও দোয়া 

তারাবির নামাজের নিয়ত ও দোয়া 

উচ্চারণ : ‘সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।’

নামাজের নিয়ম

তাহাজ্জুদ নামাজের নিয়ম

আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম জানতে চান সহি-শুদ্ধ আদায় করতে চান তাহলে বলবো আমাদের এই পোস্ট টি দেখুন কিভাবে সহি শুদ্ধ করে নামাজ আদায় করতে হয় এবং তাহাজ্জুদ নামাজের নিয়ম উপরে ক্লিক করুন ।

মাগরিবের নামাজের সময়

মাগরিবের নামাজের সময়

কিভাবে সহি শুদ্ধ ভাবে নামাজ আদায় করতে হয় কিভাবে সহি-শুদ্ধ করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং কোরান তেলাওয়াত করবেন বিস্তারিত দেখার জন্য আমাদের এই পোস্টটিতে ভিজিট করুন দয়াকরে উপরে ক্লিক করে পোস্টটি দেখে নিন।

তারাবির নামাজ পড়ার নিয়ম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button *