surah rahman | সূরা আর রহমান বাংলা উচ্চারণ | সূরা আর রহমান

surah rahman,surah rahman bangla,surah rahman pdf,সূরা আর রহমান,সূরা আর রহমান ছবি,সূরা আর রহমানের শেষ তিন আয়াত,সূরা আর রহমান শিক্ষা,সূরা আর রহমান বাংলা

Aug 13, 2024 - 16:37
 0  11
surah rahman | সূরা আর রহমান বাংলা উচ্চারণ | সূরা আর রহমান
surah rahman

surah rahman,সূরা আর রহমান,কিভাবে সূরা আর রহমান সহি শুদ্ধ তেলাওয়াত শিখবেন বাংলা ও আরবি উচ্চারণ সহ আমাদের এই পোস্টটিতে সহি শুদ্ধ তেলাওয়াত শেখানোর চেষ্টা করব চলুন শুরু করি। সূরা আর রহমান

surah rahman

surah rahman সূরা আর রাহমান পবিত্র কোরাআনের ৫৫ তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৭৮ এবং রুকু সংখ্যা ৩।সূরা আর রাহমান মক্কায় অবতীর্ণ হয়। এই সূরায় জ্বীন ও মানব জাতিকে উদ্দেশ্য করে বারবার প্রশ্ন করা হয়েছে, “অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?” এ আয়াতটি ৩১ বার রয়েছে।

সূরা আর রহমান বাংলা উচ্চারণ।  সূরা আর রহমান

সূরা আর রহমান বাংলা উচ্চারণ।  সহীহ শুদ্ধ বাংলা উচ্চারণ নিচে উল্লেখ করা হলো যা দেখে বাংলা তেলাওয়াত করতে পারেন তবে তেলাওয়াত শেখার জন্য আরবি গুরুত্বপূর্ণ অথবা ভিডিও দেখেও তেলাওয়াত শিখতে পারেন।

১) আররাহমা-নু। ২) ‘আল্লামাল কুরআ-ন। ৩) খালাকাল ইনছা-ন। ৪) ‘আল্লামাহুল বায়া-ন। ৫) আশশামছুওয়ালকামারু বিহুছবা-ন। ৬) ওয়ান্নাজমুওয়াশশাজারু ইয়াছজূদা-ন। ৭) ওয়াছ ছামাআ রাফা‘আহা-ওয়া ওয়াদা‘আল মীঝা-ন। ৮) আল্লা-তাতাগাও ফিল মীঝা-ন। ৯) ওয়া আকীমুল ওয়াঝনা বিলকিছতিওয়ালা-তুখছিরুল মীঝা-ন। ১০) ওয়াল আরদা ওয়া দা‘আহা-লিলআনা-ম। ১১) ফীহা-ফা-কিহাতুওঁ ওয়ান্নাখলুযা-তুল আকমা-ম। ১২) ওয়াল হাব্বুযুল‘আসফি ওয়াররাইহা-ন। ১৩) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা-তুকাযযিবা-ন। ১৪) খালাকাল ইনছা-না মিন সালসা-লিন কাল ফাখখা-র। ১৫) ওয়া খালাকাল জান্না মিম্মা-রিজিমমিন্না-র। ১৬) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ১৭) রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। ১৮) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ১৯) মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়া-ন। ২০) বাইনাহুমা-বারঝাখুল লা-ইয়াবগিয়া-ন। ২১) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ২২) ইয়াখরুজূমিনহুমাল লু’লূউ ওয়াল মার জা-ন। ২৩) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ২৪) ওয়ালাহুল জাওয়া-রিল মুনশাআ-তুফিল বাহরি কালআ‘লা-ম। ২৫) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ২৬) কুল্লুমান ‘আলাইহা-ফা-নিওঁ। ২৭) ওয়া ইয়াবকা-ওয়াজহু রাব্বিকা যুল জালা-লি ওয়াল ইকরা-ম। ২৮) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ২৯) ইয়াছআলুহূমান ফিছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি কুল্লা ইয়াওমিন হুওয়া ফী শা’ন। ৩০) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৩১) ছানাফরুগু লাকুম আইয়ুহাছছাকালা-ন। ৩২) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৩৩) ইয়া-মা‘শারাল জিন্নি ওয়াল ইনছি ইনিছতাতা‘তুম আন তানফুযূমিন আকতা-রিছ ছামাওয়া-তি ওয়াল আরদিফানফুযূ লা-তানফুযূনা ইল্লা-বিছুলতা-ন। ৩৪) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৩৫) ইউরছালু‘আলাইকুমা-শুওয়া-জু ম মিন্না-রিওঁ ওয়া নুহা-ছুন ফালা-তানতাসিরা-ন। ৩৬) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৩৭) ফাইযান শাককাতিছ ছামাউ ফাকা-নাত ওয়ারদাতান কাদ্দিহা-ন। ৩৮) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৩৯) ফাইয়াওমা ইযিল্লা-ইউছআলু‘আন যামবিহী ইনছুওঁ ওয়ালা-জান। ৪০) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৪১) ইউ‘রাফুল মুজরিমূনা বিছীমা-হুম ফাইউ’খাযুবিন্নাওয়া-ছী ওয়াল আকদা-ম। ৪২) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৪৩) হা-যিহী জাহান্নামুল্লাতী ইউকাযযি বুবিহাল মুজরিমূন। ৪৪) ইয়াতূ ফূনা বাইনাহা-ওয়া বাইনা হামীমিন আ-ন। ৪৫) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৪৬) ওয়া লিমান খা-ফা মাকা-মা রাব্বিহী জান্নাতা-ন। ৪৭) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৪৮) যাওয়া-তা আফনা-ন। ৪৯) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৫০) ফীহিমা-‘আইনা-নি তাজরিয়া-ন। ৫১) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৫২) ফীহিমা-মিন কুল্লি ফা-কিহাতিন ঝাওজা-ন। ৫৩) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৫৪) মুত্তাকিঈনা ‘আলা-ফুরুশিম বাতাইনুহা-মিন ইছতাবরাকিও ওয়া জানাল জান্নাতাইনি দা-ন। ৫৫) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৫৬) ফীহিন্না কা-সিরা-তুত্তারফি লাম ইয়াতমিছহুন্না ইনছুন কাবলাহুম ওয়ালা-জান। ৫৭) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৫৮) কাআন্নাহুন্নাল ইয়া‘কূতুওয়াল মারজান-ন। ৫৯) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৬০) হাল জাঝাউল ইহছা-নি ইল্লাল ইহছা-ন। ৬১) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৬২) ওয়া মিন দূনিহিমা-জান্নাতা-ন। ৬৩) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৬৪) মুদ হূমমাতা-ন। ৬৫) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৬৬) ফীহিমা-‘আইনা-নি নাদ্দাখাতা-ন। ৬৭) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৬৮) ফীহিমা-ফা-কিহাতুওঁ ওয়া নাখলুওঁ ওয়ারুম্মা-ন। ৬৯) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৭০) ফীহিন্না খাইরা-তুন হিছা-ন। ৭১) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৭২) হূরুমমাকসূরা-তুন ফিল খিয়া-ম। ৭৩) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৭৪) লাম ইয়াতমিছহুন্না ইনছুন কাবলাহুম ওয়ালা-জান। ৭৫) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৭৬) মুত্তাকিঈনা ‘আলা-রাফরাফিন খুদরিওঁ ওয়া ‘আবকারিইয়িন হিছা-ন। ৭৭) ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। ৭৮) তাবা-রাকাছমুরাব্বিকা যিল জালা-লি ওয়াল ইকরা-ম।

surah rahman bangla

[caption id="" align="aligncenter" width="4200"]surah rahman bangla surah rahman bangla[/caption] অর্থাৎ দয়াময় আল্লাহ। সূরাটিকে ‘আর-রাহমান’ শব্দ দ্বারা শুরু করার তাৎপর্য সম্ভবত এই যে, মক্কার কাফেররা আল্লাহ তা’আলার এই নাম সম্পর্কে অবগত ছিল না। তাই মুসলিমদের মুখে রহমান নাম শুনে ওরা বলাবলি করতঃ রাহমান আবার কি? তাদেরকে অবহিত করার জন্য এখানে এই নাম ব্যবহার করা হয়েছে।

surah rahman pdf

surah rahman pdf surah rahman pdf[/caption] সূরা আর রহমান পিডিএফ ডাউনলোড করতে পারেন পিডিএফ ডাউনলোড করে বাংলায় কিংবা আরবিতে স্মার্টফোনে রাখতে পারেন ছবি আকারে দেখে সূরা আর রহমান তেলাওয়াত করতে পারেন তার জন্য উপরের টাইটেল এ ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।

সূরা বাকারার শেষ দুই আয়াত

সূরা বাকারার শেষ দুই আয়াত প্রিয় ইসলাম প্রেমী বন্ধুরা, আপনারা যদি সহিসুদ্ধ সূরা বাকারার শেষ দুই আয়াত, বাংলা উচ্চারণ সহ তেলাওয়াত শিখতে চান, তাহলে বলবো উপরের টাইটেল এ ক্লিক করে, আমাদের এই পোস্টটি দেখে নিন ,বাংলা এবং আরবি এবং ভিডিও দিয়ে সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে পারবেন।  

চমৎকার কন্ঠে | সূরা আর রহমান (الرحمن) Surah Ar-Rahman Full

চমৎকার কন্ঠে | সূরা আর রহমান (الرحمن) Surah Ar-Rahman Full |