surah bangla

কোরআন তেলাওয়াত | আল কোরআন

কোরআন তেলাওয়াত,কোরআন মহান আল্লাহর পাক কালাম বা পবিত্র বাণী। কোরআন শব্দের অর্থ যা পাঠ করা হয়, পাঠযোগ্য ও বারবার পাঠের উপযুক্ত। কোরআন অর্থ যা নিকটে পৌঁছে দেয় বা নৈকট্য অর্জনের মাধ্যম। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তা’আলার নৈকট্য অর্জন করা যায় বলেই এই নামকরণ।

কোরআনে কারিমে অবতীর্ণ প্রথম সুরার প্রথম আয়াতের প্রথম শব্দেই পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। ‘পড়ো, তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।’ (সুরা-৯৬ আলাক, আয়াত: ১)।

কোরআন

সৃষ্টির উপর স্রষ্টার মর্যাদা যেমন সব বাণীর ওপর কুরআনের মর্যাদাও তেমন। কুরআন তেলাওয়াতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। এতে রয়েছে অনেক সাওয়াব। কুরআন তেলাওয়াতকারীর মর্যাদাও অনেক বেশি।

বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কুরআনের আয়াতের সংখ্যা পরিমাণ হবে জান্নাতের সিঁড়ি। আর কুরআনের পাঠককে বলা হবে, ‘তুমি যতটুকু কুরআন পড়েছো ততটুকু সিঁড়ি বেয়ে উপরে ওঠো। যে ব্যক্তি সম্পূর্ণ কুরআন পড়েছে সে আখেরাতে জান্নাতের সর্বশেষ সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে। যে ব্যক্তি কুরআনের কিছু অংশ পড়েছে সে সম পরিমাণ উপরে উঠবে। আর তার কুরআন পড়ার সীমানা যেখানে শেষ হবে সেখানে তার সাওয়াবের সীমানাও শেষ হবে।

কুরআন তেলাওয়াত ও এর তেলাওয়াতকারীর মর্যাদা সম্পর্কে রয়েছে হাদিসের অনেক বর্ণনা। কুরআন তেলাওয়াতের সঙ্গে সংশ্লিষ্ট সবার মর্যাদায় হাদিসের বর্ণনাগুলো তুলে ধরা হলো-

কুরআন মুখস্ত করার প্রতিদান

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কুরআন পাঠ করবে এবং তা মুখস্থ করবে (এবং বিধি-বিধানের) প্রতি যত্নবান হবে, সে উচ্চ মর্যাদার সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে ব্যক্তি কষ্ট হওয়া স্বত্বেও কুরআন পাঠ করবে এবং তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে সে দ্বিগুণ সাওয়াবের অধিকারী হবে।’ (বুখারি ও মুসলিম)

কুরআন তেলাওয়াতের নিয়ম

কিভাবে কুরআন তেলাওয়াত করতে হবে তা সম্পর্কে হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) টেনে টেনে কুরআন তেলাওয়াত করতেন। ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়ার সময়ও ‘বিসমিল্লাহ’ টেনে পড়তেন। ‘আর-রহমান’ টেনে পড়তেন, আর-রাহিম’ টেনে পড়তেন।’ (বুখারি)

কোরআন শব্দের অর্থ কি

এ থেকে বোঝা যায়, কুরআন শব্দের অর্থ হল ‘আবৃত্তি করা’ যা মুহাম্মদ আল্লাহর নিকট হতে প্রাপ্ত হয়ে আবৃত্তি করেছেন (৭৫ঃ১৮; ৮৬ঃ৬) এবং মানুষের সম্মুখেও আবৃত্তি করেছেন। যদিও কুরআন বলতে সাধারভাবে তাঁর উপর অবতীর্ণ ওহীর সমষ্টিকে বুঝায়।

কোরআন তেলাওয়াত

সূরাঃ (১) আল-ফাতিহা, আয়াতঃ ৭টি

সূরাঃ (২) আল-বাকারা, আয়াতঃ ২৮৬টি

সূরাঃ (৩) আলে-ইমরান, আয়াতঃ ২০০টি

সূরাঃ (৪) আন-নিসা, আয়াতঃ ১৭৬টি

সূরাঃ (৫) আল-মায়েদা, আয়াতঃ ১২০টি

সূরাঃ (৬) আল-আন’আম, আয়াতঃ ১৬৫টি

সূরাঃ (৭) আল-আ’রাফ, আয়াতঃ ২০৬টি

সূরাঃ (৮) আল-আনফাল, আয়াতঃ ৭৫টি

সূরাঃ (৯) আত-তাওবা, আয়াতঃ ১২৯টি

সূরাঃ (১০) ইউনুস, আয়াতঃ ১০৯টি

সূরাঃ (১১) হূদ, আয়াতঃ ১২৩টি

শাইখ আব্দুর রহমান আস সুদাইস

সূরাঃ (১৩) আর-রাদ, আয়াতঃ ৪৩টি

সূরাঃ (১৪) ইবরাহীম, আয়াতঃ ৫২টি

সূরাঃ (১৫) আল-হিজর, আয়াতঃ ৯৯টি

সূরাঃ (১৬) আন-নাহাল, আয়াতঃ ১২৮টি

সূরাঃ (১৭) আল-ইসরা (বনী-ইসরাঈল), আয়াতঃ ১১১টি

সূরাঃ (১৮) আল-কাহফ, আয়াতঃ ১১০টি

সূরাঃ (১৯) মারইয়াম, আয়াতঃ ৯৮টি

সূরাঃ (২০) ত্ব-হা, আয়াতঃ ১৩৫টি

সূরাঃ (২১) আল-আম্বিয়া, আয়াতঃ ১১২টি

সূরাঃ (২২) আল-হজ্জ, আয়াতঃ ৭৮টি

সূরাঃ (২৩) আল-মুমিনুন, আয়াতঃ ১১৮টি

সূরাঃ (২৪) আন-নূর, আয়াতঃ ৬৪টি

সূরাঃ (২৫) আল-ফুরকান, আয়াতঃ ৭৭টি

সূরাঃ (২৬) আশ-শুআ’রা, আয়াতঃ ২২৭টি

সূরাঃ (২৭) আন-নামাল, আয়াতঃ ৯৩টি

সূরাঃ (২৮) আল-কাসাস, আয়াতঃ ৮৮টি

সূরাঃ (২৯) আল-আনকাবূত, আয়াতঃ ৬৯টি

সূরাঃ (৩০) আর-রুম, আয়াতঃ ৬০টি

সূরাঃ (৩১) লুকমান, আয়াতঃ ৩৪টি

সূরাঃ (৩২) আস-সাজদাহ, আয়াতঃ ৩০টি

সূরাঃ (৩৩) আল-আহযাব, আয়াতঃ ৭৩টি

সূরাঃ (৩৪) সাবা, আয়াতঃ ৫৪টি

সূরাঃ (৩৫) ফাতির, আয়াতঃ ৪৫টি

সূরাঃ (৩৬) ইয়াসীন, আয়াতঃ ৮৩টি

সূরাঃ (৩৭) আস-সাফফাত, আয়াতঃ ১৮২টি

সূরাঃ (৩৮) সোয়াদ, আয়াতঃ ৮৮টি

সূরাঃ (৩৯) আয-যুমার, আয়াতঃ ৭৫টি

সূরাঃ (৪০) গাফির (আল মু’মিন), আয়াতঃ ৮৫টি

সূরাঃ (৪১) হা-মীম আস-সাজদা (ফুসসিলাত), আয়াতঃ ৫৪টি

সূরাঃ (৪২) আশ-শূরা, আয়াতঃ ৫৩টি

সূরাঃ (৪৩) আয-যুখরুফ, আয়াতঃ ৮৯টি

সূরাঃ (৪৪) আদ-দুখান, আয়াতঃ ৫৯টি

সূরাঃ (৪৫) আল-জাসিয়া, আয়াতঃ ৩৭টি

সূরাঃ (৪৬) আল-আহকাফ, আয়াতঃ ৩৫টি

সূরাঃ (৪৭) মুহাম্মাদ, আয়াতঃ ৩৮টি

সূরাঃ (৪৮) আল-ফাতহ, আয়াতঃ ২৯টি

সূরাঃ (৪৯) আল-হুজুরাত, আয়াতঃ ১৮টি

সূরাঃ (৫০) কাফ, আয়াতঃ ৪৫টি

সূরাঃ (৫১) আয-যারিয়াত, আয়াতঃ ৬০টি

সূরাঃ (৫২) আত-তূর, আয়াতঃ ৪৯টি

সূরাঃ (৫৩) আন-নাজম, আয়াতঃ ৬২টি

সূরাঃ (৫৪) আল-কামার, আয়াতঃ ৫৫টি

সূরাঃ (৫৫) আর-রাহমান, আয়াতঃ ৭৮টি

সূরাঃ (৫৬) আল-ওয়াকিয়া, আয়াতঃ ৯৬টি

সূরাঃ (৫৭) আল-হাদীদ, আয়াতঃ ২৯টি

সূরাঃ (৫৮) আল-মুজাদালা, আয়াতঃ ২২টি

সূরাঃ (৫৯) আল-হাশর, আয়াতঃ ২৪টি

সূরাঃ (৬০) আল-মুমতাহিনা, আয়াতঃ ১৩টি

সূরাঃ (৬১) আস-সফ, আয়াতঃ ১৪টি

সূরাঃ (৬২) আল-জুমু’আ, আয়াতঃ ১১টি

সূরাঃ (৬৩) আল-মুনাফিকূন, আয়াতঃ ১১টি

সূরাঃ (৬৪) আত-তাগাবুন, আয়াতঃ ১৮টি

সূরাঃ (৬৫) আত-ত্বলাক্ব, আয়াতঃ ১২টি

সূরাঃ (৬৬) আত-তাহরীম, আয়াতঃ ১২টি

সূরাঃ (৬৭) আল-মুলক, আয়াতঃ ৩০টি

সূরাঃ (৬৮) আল-কলম, আয়াতঃ ৫২টি

সূরাঃ (৬৯) আল-হাক্কাহ, আয়াতঃ ৫২টি

সূরাঃ (৭০) আল-মা’আরিজ, আয়াতঃ ৪৪টি

সূরাঃ (৭১) নূহ, আয়াতঃ ২৮টি

সূরাঃ (৭২) আল-জ্বিন, আয়াতঃ ২৮টি

সূরাঃ (৭৩) আল-মুযযাম্মিল, আয়াতঃ ২০টি

সূরাঃ (৭৪) আল-মুদ্দাসসির, আয়াতঃ ৫৬টি

সূরাঃ (৭৫) আল-ক্বিয়ামাহ, আয়াতঃ ৪০টি

সূরাঃ (৭৬) আল-ইনসান (আদ-দাহর), আয়াতঃ ৩১টি

সূরাঃ (৭৭) আল-মুরসালাত, আয়াতঃ ৫০টি

সূরাঃ (৭৮) আন-নাবা, আয়াতঃ ৪০টি

সূরাঃ (৭৯) আন-নাযি’আত, আয়াতঃ ৪৬টি

সূরাঃ (৮০) আবাসা, আয়াতঃ ৪২টি

সূরাঃ (৮১) আত-তাকভীর, আয়াতঃ ২৯টি

সূরাঃ (৮২) আল-ইনফিতার, আয়াতঃ ১৯টি

সূরাঃ (৮৩) আল-মুতাফফিফীন, আয়াতঃ ৩৬টি

সূরাঃ (৮৪) আল-ইনশিকাক, আয়াতঃ ২৫টি

সূরাঃ (৮৫) আল-বুরুজ, আয়াতঃ ২২টি

সূরাঃ (৮৬) আত-তারিক, আয়াতঃ ১৭টি

সূরাঃ (৮৭) আল-আ’লা, আয়াতঃ ১৯টি

সূরাঃ (৮৮) আল-গাশিয়া, আয়াতঃ ২৬টি

সূরাঃ (৮৯) আল-ফাজর, আয়াতঃ ৩০টি

সূরাঃ (৯০) আল-বালাদ, আয়াতঃ ২০টি

সূরাঃ (৯১) আশ-শামস, আয়াতঃ ১৫টি

সূরাঃ (৯২) আল-লাইল, আয়াতঃ ২১টি

সূরাঃ (৯৩) আদ-দুহা, আয়াতঃ ১১টি

সূরাঃ (৯৪) আল-ইনশিরাহ, আয়াতঃ ৮টি

সূরাঃ (৯৫) আত-ত্বীন, আয়াতঃ ৮টি

সূরাঃ (৯৬) আল-আলাক, আয়াতঃ ১৯টি

সূরাঃ (৯৭) আল-কাদর, আয়াতঃ ৫টি

সূরাঃ (৯৮) আল-বায়্যিনাহ, আয়াতঃ ৮টি

সূরাঃ (৯৯) আয-যিলযাল, আয়াতঃ ৮টি

সূরাঃ (১০০) আল-আদিয়াত, আয়াতঃ ১১টি

সূরাঃ (১০১) আল-কারি’আ, আয়াতঃ ১১টি

সূরাঃ (১০২) আত-তাকাসুর, আয়াতঃ ৮টি

সূরাঃ (১০৩) আল-আসর, আয়াতঃ ৩টি

সূরাঃ (১০৪) আল-হুমাযা, আয়াতঃ ৯টি

সূরাঃ (১০৫) আল-ফীল, আয়াতঃ ৫টি

সূরাঃ (১০৬) আল-কুরাইশ, আয়াতঃ ৪টি

সূরাঃ (১০৭) আল-মাঊন, আয়াতঃ ৭টি

সূরাঃ (১০৮) আল-কাউসার, আয়াতঃ ৩টি

সূরাঃ (১০৯) কাফিরুন, আয়াতঃ ৬টি

সূরাঃ (১১০) আন-নাসর, আয়াতঃ ৩টি

সূরাঃ (১১১) আল-মাসাদ (লাহাব), আয়াতঃ ৫টি

সূরাঃ (১১২) আল-ইখলাস, আয়াতঃ ৪টি

সূরাঃ (১১৩) আল-ফালাক, আয়াতঃ ৫টি

সূরাঃ (১১৪) আন-নাস, আয়াতঃ ৬টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button *